প্রকাশিত: Wed, Feb 8, 2023 4:28 PM
আপডেট: Tue, Apr 29, 2025 8:21 PM

সফলতার দিকে যাচ্ছে আমাদের আন্দোলন: মির্জা ফখরুল

মৌসুমী মিতু: গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলন সফলতার দিকে ধাবিত হচ্ছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পঞ্চম কারাবন্দি দিবস উপলক্ষে বুধবার এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে যান বেগম জিয়া।

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সংগ্রাম চলছে। অগণতান্ত্রিক-গণবিরোধী সরকারের পতন ঘটিয়ে নির্দলীয়-নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের মাধ্যমে খালেদা জিয়ার লালিত স্বপ্ন গণতন্ত্র পুনরুদ্ধার হবে।

বিএনপি মহাসচিব বলেন, শুধুমাত্র সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারণে খালেদা জিয়ার ওপর নির্মম-নিষ্ঠুর জুলুম নেমে এসেছে। অপরাধ না করেও ফ্যাসিবাদী সরকার বেগম জিয়াকে হেয় প্রতিপন্ন ও জনমতকে বিভ্রান্ত করতে তার বিরুদ্ধে মিথ্যাচার করছে, প্রোপাগান্ডা ছড়াচ্ছে। জনগণ জানেন ও বিশ্বাস করেন- তাদের প্রিয়নেত্রী কোনো অপরাধ করেননি। 

তিনি বলেন, খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফরমায়েশী সাজা দিয়ে অন্যায়ভাবে আটক রেখেছে। বন্দি থাকাবস্থায় সুচিকিৎসার অভাবে তার অসুস্থতা আরও তীব্র হয় এবং তার জীবন হুমকির মুখে পড়ে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। সেই আন্দোলনকেও দমন করতে সরকার নিষ্ঠুর নির্যাতন চালায়। সম্পাদনা: সালেহ্ বিপ্লব